What is CSS(HTML) Describe in Bengali
CSS একটি কম্পিউটার এর ওয়েব ব্রাউজার ভিত্তিক ভাষা যার পূর্ণরূপ হলো Cascading Style Sheets. এটি দিয়ে একটি ওয়েব পেজে ব্যবহৃত HTML এর বিভিন্ন উপাদানের গঠন , আকার , আকৃতি , অবস্থান , রং , গতিশীলতা ইত্যাদি কিভাবে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করবেন তা সহজে নির্ধারণ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল CSS এর মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন ডিভাইসে একটি ওয়েব পেজকে প্রতিটি ডিভাইস এর সাইজ অনুযায়ী সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। CSS Selector কি ? আপনি যে HTML Element কে Style করতে চান , সেই Element এর নাম বা tag, Id এবং class কে CSS Selector বলা হয়। সহজ কথায় যার উপর CSS style প্রয়োগ হবে , তাকে CSS Selector বলা হয়। আর সে গুলো হচ্ছে যথাক্রমে Element এর নাম বা tag, Id এবং class. CSS এর Syntax কি ? Web Page এ CSS প্রয়োগ করার পদ্ধতিকে বলা হয় CSS Syntax. CSS Syntax এর দুটি অংশ আছে। একটি হচ্ছে Selector অংশ আর অন্যটি হচ্ছে Decleration অংশ। আর declaration অংশ আবার দুইভাবে বিভক্ত , প্রথম অংশ হচ্ছে property আর সেমিকোলন (:) এর পরের অংশকে বলা হয় property value. চলুন নিচের উদাহরণ দিয়ে ব্যাপারটা ভ...
Such a good a useful blog.
ReplyDelete