Posts

Showing posts from March, 2023

UGB 1ST SEM LC1 BENGALI

   LC1 BENGALI SUGGESTION "পল্লীসমাজ ' - নামকরণঃ গল্পের নামকরণ নানাভাবে হয়ে থাকে । কখনো গল্পের প্রধান চরিত্রের নাম অনুসারে , কখনো বিষয়বস্তু অনুসারে , কখনো আবার ব্যঞ্জনা অনুসারে । এখন বিশ্লেষণ করে দেখা যাক , নামকরণ কতটা যথার্থ হয়েছে । রমেশ পিতৃশ্রাদ্ধ উপলক্ষ্যে গ্রামে এসেছিল । গ্রামের পরিবেশ , এখানের কূটনীতি , রাজনীতি সম্পর্কে সে অভিজ্ঞ ছিল না । তাই নানাভাবে পর্যদুস্ত হচ্ছিল । চাষিরা একশো বিঘের মাঠ ডুবে গেলে কি ক্ষতি হতে পারে তা জানিয়ে ওই বাঁধ কেটে দিতে অনুরোধ করল । বাঁধের গায়ে একটা জলাশয় আছে তা কেটে দিলে সমস্ত মাছ বেরিয়ে বছরে ২০০ টাকার লোকসান হবে । তাই বেণীমাধব , রমা কেউই রমেশের পাশে এসে দাঁড়াতে চায়নি । রমেশ বেণীবাবুকে অনুরোধ করে ওই বাঁধ কেটে দেবার জন্য । কিন্তু বেণী বলে চাষির যত ক্ষতি হবে জামিদারের তত লাভ । ফসল নষ্ট হলে , চাষি জমি বাঁধা রাখতে তাদের কাছে ছুটে আসবে । তখন চড়া সুদের হার দেখিয়ে ওই সমস্ত জমি জমিদারদের দখলে চলে আসবে ।   এই সমস্ত প্যাচ রমেশের মধ্যে ছিল না সে সমস্ত বাধা উপেক্ষা করে লাঠিয়াল বাহিনীর সামনে দাঁড়ায় । অদ্ভ