Malda College Admission 2023
All College Admission Start... - Click Here
Online Admission Notice - click here
Malda College Official Admission Link - Click Here
Registration Page -Click Here
Login Page Direct Link - Click Here
Publication of Draft Merit List - Click Here
Publication of Provisional Merit List - Click Here
Compulsory Online Counseling Process of 4 Year UG Degree (Honours / Honours with Research) and 3 Year UG Degree for Final Merit List - Click Here
Publication of Final Merit List - Click Here
ভর্তি বিষয়ক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রদত্ত যোগ্যতা ও নিয়মাবলী
১। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ইংরেজিসহ (১০০ নম্বর পড়তে হবে) মোট চারটি বিষয়ে অবশ্যই পাস করতে হবে।
২। ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত সর্বোৎকৃষ্ট চারটি বিষয়ের নম্বর বিচার্য হবে তার মধ্যে একটি অবশ্যই ইংরেজি।
৩। আগের দুটি শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২১ ও ২০২২ সালে পাশ করলেও ভর্তির সুযোগ পাবে।
৪। 4 Years UG Degree (Honours/ Honours with Research) ভর্তির আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর ৪৫% অথবা ৪০% (সর্বোচ্চ চারটি বিষয়ের গড়) ও যে বিষয়ে অনার্স নিতে ইচ্ছুক সেই বিষয়ে ৫০% নম্বর থাকতে হবে। অন্যথায় আবেদন করলেও আবেদন বাতিল বলে গণ্য হবে। পাসকোর্সে আবেদনের জন্য ইংরেজি সহ চারটি বিষয়ে পাস করতেই হবে।
৫। তপশিলী জাতি ও তাপশিলী উপজাতির প্রার্থীরা নিয়মানুসারে ৫% ছাড় পাবে।
৬। কম্পিউটার সায়েন্সের জন্য আবেদনের সময় বিষয়ের নম্বরের ক্ষেত্রে গণিতের নম্বর, ইংরেজি (১০০ নম্বর পড়তে হবে) সহ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত চারটি বিষয়ের নম্বর দিতে হবে। আবেদনকারীর উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আবশ্যিকভাবে গণিত থাকতে হবে এবং পদার্থবিদ্যা / স্ট্যাটিস্টিকস / কম্পিউটার সায়েন্স এ পাস করতে হবে।
৭। বিসিএ তে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আবশ্যিকভাবে গণিতে পাশ করতে হবে এবং পদার্থবিদ্যা / স্ট্যাটিস্টিকস / কম্পিউটার কম্পিউটার অ্যাপ্লিকেশন / কমার্স / আইটি প্র্যাকটিশ এ ন্যূনতম পাশ নম্বর পেতে হবে।
৮। 4 Years UG Degree (Honours/ Honours with Research) এর মেধা তালিকা প্রস্তুত হবে নিম্নলিখিত উপায়ে
যে বিষয়ে অনার্স নিতে ইচ্ছুক তার নম্বর + ইংরেজি + সর্বোৎকৃষ্ট অন্য দুটি বিষয়ের নম্বর
----------------------------------------------------------------------------------------------------------
৯। যে বিষয়ে 4 Years UG Degree (Honours/ Honours with Research) নিতে ইচ্ছুক উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় তা না থাকলে
ইংরেজি + সর্বোৎকৃষ্ট অন্য তিনটি বিষয়ের নম্বর
---------------------------------------------------------------------
১০। আবেদনকারী যে বিষয়ে 4 Years UG Degree (Honours/ Honours with Research) নিতে ইচ্ছুক উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় তা না থাকলে বিষয়ের নম্বর হিসেবে নিচের তালিকা অনুযায়ী নম্বর যোগ করা যাবে
ক) কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে গণিতের নম্বর
খ) অর্থনীতির ক্ষেত্রে গণিত বিজনেস ইকোনমিক্স / বিজনেস ম্যাথমেটিক্স এর নম্বর
গ) অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর নম্বর
ঘ) উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যার (জুলজি ও বোটানি) ক্ষেত্রে বায়োলজি / লাইফ সাইন্স এর নম্বর
১১। 3 Years UG Degree কোর্সের মেধা তালিকা প্রস্তুত হবে সর্বোৎকৃষ্ট চারটি বিষয়ের নম্বরের (ইংরেজি সহ) যোগফলের গড় করে অর্থাৎ
ইংরেজি + সর্বোৎকৃষ্ট অন্য তিনটি বিষয়ের নম্বর
--------------------------------------------------------------------
***যদি অনেকের মেরিট মার্কস এক হয়ে যায় তখন তালিকা নির্ণয়ের ক্ষেত্রে নিচের বিষয়গুলি বিচার্য হয়:-
ক) প্রাপ্ত পূর্ণমান
খ) অনার্সের ক্ষেত্রে অনার্সের বিষয়ের প্রাপ্ত মান
গ) জন্মতারিখ
ঘ) জাতিগত শংসাপত্র
১২। পশ্চিমবঙ্গ সরকারের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে বৃত্তিমূলক (ভোকেশনাল) কোর্স করলে কেবলমাত্র 3 Years UG Degree (B.A /B.Com) কোর্সে ভর্তি হওয়া যাবে। তবে প্রতিক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম ১০০ নম্বর পড়তে হবে ও তাতে পাস করা আবশ্যিক।
১৩। কেবলমাত্র বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় বোর্ডের ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করলে 4 Years UG Degree (Honours/ Honours with Research) কোর্সে ভর্তির সুযোগ পাবে।
১৪। পশ্চিমবঙ্গ (ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলর অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন) ছাড়া অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভর্তির সময় মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে।
১৫। ভর্তি সংক্রান্ত সমস্ত নির্দেশিকা / নোটিশ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
১৬। ভর্তি প্রক্রিয়া চলাকালীন ছাত্র-ছাত্রীদের কোনোভাবেই কলেজে আসা যাবেনা।
১৭। ভর্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অ্যাডমিশন্ পোর্টালে দেওয়া Query ফর্ম ফিলাপ করে জানাতে হবে ও তার সাথে দেওয়া লিঙ্ক থেকে Queryর উত্তর জেনে নিতে হবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
- আবেদনপত্র পূর্ণ করতে হবে অনলাইনে। কোনরকম অফলাইন ব্যবস্থা নেই।
- অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে মালদা কলেজ ওয়েবসাইট (www.maldacollege.ac.in) খুলতে হবে। এরপর নিচের ক্রম অনুসরণ করতে হবে:
- ১) ওয়েবসাইটের মূলপাতার বামদিকে দুই নম্বরে থাকা Admission এ ক্লিক করতে হবে অনলাইন আবেদনের জন্য।
- ২) এরপর Instruction Page খুলে যাবে। এই Instruction Page র নিয়মাবলীর সাথে সহমত বা agree হতে হবে চেক বক্স গুলোতে টিক চিহ্ন দিয়ে।
- ৩) এখন Sign in পাতা খুলে যাবে। এখানে প্রয়োজনীয় তথ্য (অ্যাডমিশন সেশন-2023-2024, নাম, জন্মতারিখ ইত্যাদি) দেবার সাথে সাথে নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে। রেজিস্ট্রেশন এর জন্য নিজের মোবাইল নম্বর ও নিজের ইমেইল আইডি ব্যবহার করা আবশ্যক।
- ৪) প্রয়োজনে নিজের ও অভিভাবকের মেল আইডি তৈরি করে নিতে হবে। অভিভাবকদের মেল আইডি মূল ফর্ম ফিলাপের সময় লাগবে। উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে একটিমাত্র রেজিস্ট্রেশন করা যাবে।
- ৫) রেজিস্ট্রেশন এর পাতায় প্রোগ্রাম পছন্দের সময় দুটি বিষয় UG / PG দেখাবে। BA/BSC/BCOM জন্য UG তে ক্লিক করতে হবে। এবার অ্যাকনলেজমেন্ট গুলির চেকবক্সে ক্লিক করে পরের ধাপে যেতে হবে।
- ৬) প্রয়োজনীয় তথ্য সমূহ ও নিজের তৈরি করা Password সাবমিট করার পর রেজিস্টার ইমেইল আইডিতে OTP আসবে। মেলের Promotion/Update/Spam/All Mail এও OTP আসতে পারে দেখে নিতে হবে।
- ৭) রেজিস্ট্রেশন এর জন্য ই-মেইল OTP আবশ্যিক। ওটিপি না পেলে বা ঐ সংক্রান্ত কোন সমস্যা হলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- ৮) Sign up সফল হবার পর ই-মেইল আইডিতে একটি মেসেজ আসবে যেখানে উল্লেখ থাকবে রেজিস্ট্রেশন নাম্বার যেমন: REG040037.
- ৯) ভর্তি প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ এই রেজিস্ট্রেশন নাম্বার সংরক্ষণ করতে হবে। ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রেই Registration নম্বর প্রয়োজন। পরবর্তী পদক্ষেপের জন্য রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Log in করতে হবে।
১০) Log in করার পর যে পাতাটি খুলবে তাতে উপরে Profile / Document Upload / Application / Counselling/ Admission / Others আইকন গুলি থাকবে। Application এ ক্লিক করে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। পূরণ করা তথ্য সাবমিট হবার পর একমাত্র উচ্চমাধ্যমিকের নম্বরে কোন ভুল থাকলে তা এডিট করা যাবে Others এর মধ্যে থাকা Marks Rectification এ ক্লিক করে (নোটিশে দেওয়া সময়ে)। তার পরেও ভুল থাকলে আবেদনপত্র বাতিল বলে বলে গণ্য হবে।
- ১১) এরপর নিজের বর্তমানের পাসপোর্ট সাইজ ছবি 50 KB মধ্যে, সই / স্বাক্ষর 50 KBর মধ্যে Upload করতে হবে। পরে Document Upload এ ক্লিক করে একে একে
- মাধ্যমিকের এডমিট কার্ড,
- উচ্চমাধ্যমিকের মার্কশিট,
- জাতিগত শংসাপত্র (SC/ST/OBC),
- শারীরিক অক্ষমতার (PH)সার্টিফিকেট (যেখানে প্রয়োজন)
- স্টুউেন্ট আই ডি ( পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিকের স্কুল লিভিং সার্টিফিকেটে থাকা ১৪টি সংখ্যা, যার আছে)
- আধার কার্ড
- অর্থনৈতিকভাবে পশ্চাৎপদদের উপার্জনের শংসাপত্র (অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটএর সংশাপত্র দিতে হবে)
এর স্ক্যান কপি 200 KB মধ্যে (সবই *jpg Format )আপলোড করে দিতে হবে।
- ১২) নিজের ব্যক্তিগত তথ্য ও একাডেমিক তথ্য দেবার পর Course Application Page নির্দেশ করবে। সেখানে নিজের 3 Years UG Degree বা 4 Years UG Degree (Honours/ Honours with Research) অপশনকে বেছে নিয়ে আবেদনের বিষয় পছন্দ করতে হবে। আবেদনের যোগ্যতা দেখতে এখানে ক্লিক করুন।
- ১৩) শুধুমাত্র 3 Years UG Degree কোর্সে ভর্তি হতে গেলে আলাদাভাবে আবেদন করতে হবে।
- ১৪) 4 Years UG Degree (Honours/ Honours with Research) যারা ভর্তির সুযোগ পাবে তারা ভর্তির সময় তাদের অন্যান্য বিষয় পছন্দ করে নিতে পারবে। বিষয়ের তালিকা নিচে দেওয়া অছে। তালিকা দেখতে ক্লিক করুন।
- ১৫) আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পর প্রতিটি বিষয়ের জন্য Draft Merit List প্রকাশিত হবে। নির্দিষ্ট সূচি অনুযায়ী অনলাইন কাউন্সেলিং এর পর Final Merit List প্রকাশিত হবে মেরিট পয়েন্টের উপর ভিত্তি করে।
- ১৬) ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবার আগে পর্যন্ত নোটিশে উল্লেখ করা নির্দিষ্ট সময় পর্যন্ত আবেদনকারী উচ্চমাধ্যমিকের দেওয়া নম্বরে কোন ভুল থাকলে সংশোধন / Edit করতে পারবে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবার পর কোনোরকম সংশোধন করা যাবে না। নম্বর বা ওই জাতীয় কোন ভুল থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- ১৭) Provisional List অনুযায়ী আবেদনকারীকে Online Counselling এ অংশগ্রহণ করতে হবে । এর জন্য আবেদনকারীকে লগ ইন করে Counselling বাটনে ক্লিক করে তার আবেদনের বিষয়গুলিতে অবশ্যই Accept বা Not Interest জানাতে হবে। 3 Years UG Degree ও 4 Years UG Degree (Honours/ Honours with Research)
কোর্সের জন্য আলাদা আলাদা Online Counselling এ অংশগ্রহণ করতে হবে। এই প্রসেসে অংশগ্রহণ করতে ব্যর্থ হলেই প্রার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।
- ১৮) 3 Years UG Degree ও 4 Years UG Degree (Honours/ Honours with Research) কোর্সের জন্য আলাদা আলাদা Online Counselling এ অংশ নিতে হবে। এই প্রক্রিয়া শেষ হবার পর এই সংক্রান্ত কোনরকম আবেদন বা জিজ্ঞাসার উত্তর দিতে কলেজ কর্তৃপক্ষ বাধ্য থাকবে না।
- ১৯) Online Counselling (Willingness) শেষ হবার পর অনলাইন ভর্তি ও অনলাইন পেমেন্ট পদ্ধতি শুরু হবে।
- ২০) Counselling এ সুযোগ পাওয়া প্রত্যেক প্রার্থীর বিষয়ভিত্তিক নাম কলেজের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। Accept জানানো আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়া চলাকালীন তারা যেন প্রতিনিয়ত কলেজের ওয়েবসাইটে নজর রাখে।
- ২১) ভর্তির জন্য সুযোগ পাওয়া প্রার্থীকে Admission এ ক্লিক করে তার অন্যান্য বিষয় পছন্দ করতে হবে এরপর Make Payment এ গিয়ে ক্লিক করে নির্দিষ্ট অ্যাডমিশন ফি অনলাইনে জমা করবে।
- ২২) ভর্তির পর কোনোভাবে বিষয় পরিবর্তন করা যাবে না।
- ২৩) প্রথমবার ভর্তির পর পছন্দের অন্য কোনো বিষয়ে ভর্তির সুযোগ পেলে সেই বিষয়ে ভর্তি হতে হবে পুনরায় টাকা জমা দিয়ে।
ভর্তির সময় ও তারপর প্রদেয় ফি
Sl No | Course Fees | 1st Yr Total |
1 | B.A 3 Year UG Degree | 2650 |
2 | B.A 3 Year UG Degree with Geography* | 3150 |
3 | B.A 4 Year UG Degree (Honours/Honours with Research)* | 2950 |
4 | B.SC 4 Year UG Degree (Honours/Honours with Research) in Geography* | 4570 |
5 | B.Sc 4 Year UG Degree (Honours/Honours with Research) with Geography General* | 3450 |
6 | B.A 4 Year UG Degree (Honours/Honours with Research) in Sociology and Education* | 2950 |
7 | B. Com. 3 Year UG Degree | 2770 |
8 | B.Com. 3 Year UG Degree | 3070 |
9 | B.Sc. (3 Years Degree) | 4270 |
10 | B.Sc. 4 Years UG Degree (Honours/ Honours with Research) * | 4570 |
11 | B.Sc. Computer Science (4 Years UG DegreeHonours/ Honours with Research) (Self Finance) * | 13600 |
12 | B.Sc. (Honours/ Honours with Research) BCA (Self Finance) * | 21100 |
13 | PG Yearly (Self Finance) | 12200 |
4 Years UG Degree (Honours/ Honours with Research) জন্য অন্যান্য বিষয় নির্বাচন
এই কোর্সের জন্য অনার্সের নির্দিষ্ট বিষয়ের (Major Discipline) সাথে কলেজে উপলব্ধ অন্যান্য বিষয়গুলির মধ্যে দুটি বিষয় (Minor Discipline) সহ Discipline Specific Elective (DSE) Courses, Skill Enhancement Courses (SEC), Ability Enhancement Compulsory (AEC) Courses, Value addition Courses (VAC), Apprenticeship / Project / Community Outreach Courses প্রভৃতি পড়তে হবে। বিস্তারিত জানতে কলেজ ওয়েবসাইটের নোটিশ দেখতে থাকুন।
3 Years UG Degree কোর্সের জন্য বিষয় নির্বাচন
এই কোর্সের জন্য কলেজে উপলব্ধ বিষয়গুলির মধ্যে একটি মুখ্য শৃঙ্খলা বা বিষয় (Major Discipline) ও কলেজে উপলব্ধ অন্যান্য বিষয়গুলির মধ্যে দুটি গৌণ শৃঙ্খলা বা ছোট বিষয় (Minor Discipline) সহ Discipline Specific Elective (DSE) Courses, Skill Enhancement Courses (SEC), Ability Enhancement Compulsory (AEC) Courses, Value addition Courses (VAC), Apprenticeship / Project / Community Outreach Courses প্রভৃতি পড়তে হবে। বিস্তারিত জানতে কলেজ ওয়েবসাইটের নোটিশ দেখতে থাকুন।
Comments
Post a Comment