College Admission 2022
কলেজে ভর্তি ২০২২
জুলাই ২০২২ – এই মাসেই শুরু হচ্ছে কালেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া । ভর্তির জন্য পুরনো নিয়মই বজাই থাকছে । আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে । আগামী ১৮ই জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া । ১৫ই সেপ্টেম্বর এর মধ্যে সকল ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে । স্নাতকে ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম সেমেস্টার এর ক্লাস । স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ার আবেদন শুরু ১লা সেপ্টেম্বর থেকে । 
আবেদনে গত বারের মতো এবারও কোনও ফি লাগবে না, কিন্তু মেরিট লিস্টে নাম আসার পর ফাইনাল ভর্তির সময় অ্যাডমিসন ফি দিতে হবে স্ট্রিম অনুযায়ী ও কলেজ অনুসারে ।প্রয়োজনীয় ফি ই-পেমেন্ট পদ্ধতি তেই জমা
করতে হবে । 
COLLEGE MERIT LIST CLICK HERE
UGB এর আন্ডারে ও মালদার/কোলকাতার আশে পাশে বেশ কিছু কলেজের ভর্তির ফি,আসন সংখ্যা,সাবজেক্ট - সংক্রান্ত বিবরণ ঃ-
- MALDA COLLEGE
 - GOUR COLLEGE
 - MALDA WOMEN'S COLLEGE
 - GAZOLE COLLEGE
 - KALIACHAK COLLEGE
 - PAKUAHAT DEGREE COLLEGE
 DR. MEGHNAD SAHA COLLEGE
- KALIYAGANJ COLLEGE
 - SHREE AGRASEN MAHAVIDYALAYA
 - RAIGANJ SURENDRANATH MAHAVIDYALAYA
 - BALURGHAT COLLEGE
 - BALURGHAT MAHILA MAHAVIDYALAYA
 - JAMINI MAJUMDAR MEMORIAL COLLEGE
 - BUNIADPUR MAHAVIDYALAYA
 - GANGARAMPUR COLLEGE
 - DEWAN ABDUL GANI COLLEGE
 - S.B.S. GOVERNMENT COLLEGE
 - GOVERNMENT GENERAL DEGREE COLLEGE AT KUSHMANDI
 - NATHANIYAL MURMU MEMORIAL COLLEGE
 - KUMARGANJ COLLEGE
 - PAKUAHAT DEGREE COLLEGE
 - CHANCHAL COLLEGE
 - SAMSI COLLEGE
 - HARISHCHANDRAPUR COLLEGE
 - SOUTH MALDA COLLEGE
 - MANIKCHAK GENERAL DEGREE COLLEGE
 - NURUL HASAN COLLEGE
 - ASUTOSH COLLEGE
 - VIDYASAGAR COLLEGE
 - CITY COLLEGE
 - LADY BRABOURNE COLLEGE
 
ভর্তির আবেদনের পর মেধা তালিকায় নাম
থাকলে নির্দিষ্ট কলেজ মেল/এস মস এস বা ফোন করে ছাত্রছাত্রীদের জানিয়ে দেবে। সম্পূর্ণ
প্রক্রিয়াই অনলাইনে হবে। 
স্নাতকে আবেদন করার শেষ তারিখ ৫ই আগস্ট । মেরিট লিস্ট বেরবে ১৬ আগস্ট , ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ১৫ই আগস্ট, ক্লাস শুরু হবে ১৯শে সেপ্টেম্বর ।
----------------------------------------------

Comments
Post a Comment