College Admission 2022

কলেজে ভর্তি ২০২২


জুলাই ২০২২এই মাসেই শুরু হচ্ছে কালেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া ভর্তির জন্য পুরনো নিয়মই বজাই থাকছে আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে আগামী ১৮ই জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া ১৫ই সেপ্টেম্বর এর মধ্যে সকল ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে স্নাতকে ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম সেমেস্টার এর ক্লাস স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ার আবেদন শুরু ১লা সেপ্টেম্বর থেকে

আবেদনে গত বারের মতো এবারও কোনও ফি লাগবে না, কিন্তু মেরিট লিস্টে নাম আসার পর ফাইনাল ভর্তির সময় অ্যাডমিসন ফি দিতে হবে স্ট্রিম অনুযায়ী কলেজ অনুসারে প্রয়োজনীয় ফি ই-পেমেন্ট পদ্ধতি তেই জমা করতে হবে ।


COLLEGE MERIT LIST CLICK HERE


UGB এর আন্ডারে ও মালদার/কোলকাতার আশে পাশে বেশ কিছু কলেজের ভর্তির ফি,আসন সংখ্যা,সাবজেক্ট - সংক্রান্ত বিবরণ ঃ-

  • MALDA COLLEGE
  • GOUR COLLEGE
  • MALDA WOMEN'S COLLEGE
  • GAZOLE COLLEGE
  • KALIACHAK COLLEGE
  • PAKUAHAT DEGREE COLLEGE
  • DR. MEGHNAD SAHA COLLEGE

  • KALIYAGANJ COLLEGE
  • SHREE AGRASEN MAHAVIDYALAYA
  • RAIGANJ SURENDRANATH MAHAVIDYALAYA
  • BALURGHAT COLLEGE
  • BALURGHAT MAHILA MAHAVIDYALAYA
  • JAMINI MAJUMDAR MEMORIAL COLLEGE
  • BUNIADPUR MAHAVIDYALAYA
  • GANGARAMPUR COLLEGE
  • DEWAN ABDUL GANI COLLEGE
  • S.B.S. GOVERNMENT COLLEGE
  • GOVERNMENT GENERAL DEGREE COLLEGE AT KUSHMANDI
  • NATHANIYAL MURMU MEMORIAL COLLEGE
  • KUMARGANJ COLLEGE
  • PAKUAHAT DEGREE COLLEGE
  • CHANCHAL COLLEGE
  • SAMSI COLLEGE
  • HARISHCHANDRAPUR COLLEGE
  • SOUTH MALDA COLLEGE
  • MANIKCHAK GENERAL DEGREE COLLEGE
  • NURUL HASAN COLLEGE
  • ASUTOSH COLLEGE
  • VIDYASAGAR COLLEGE
  • CITY COLLEGE
  • LADY BRABOURNE COLLEGE

ভর্তির আবেদনের পর মেধা তালিকায় নাম থাকলে নির্দিষ্ট কলেজ মেল/এস মস এস বা ফোন করে ছাত্রছাত্রীদের জানিয়ে দেবে। সম্পূর্ণ প্রক্রিয়াই অনলাইনে হবে।

স্নাতকে আবেদন করার শেষ তারিখ ৫ই আগস্ট । মেরিট লিস্ট বেরবে ১৬ আগস্ট , ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ১৫ই আগস্ট, ক্লাস শুরু হবে ১৯শে সেপ্টেম্বর । 


----------------------------------------------


Comments

Popular posts from this blog

Computer Mcq Part 1 (1-50)

Computer MCQ Part 4 (151-200)

Computer MCQ Part 3 (101-150)