Malda College 2nd phase online application to UG Admission for the academic session 2022-23
- Get link
- X
- Other Apps
এতদ্বারা সকলকে জানানো হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে পুনরায় অনলাইন আবেদন করার জন্য পোর্টাল খোলা হবে 12/09/2022 তারিখ বেলা 12টা থেকে। যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে অথচ ভর্তি হতে পারনি বা হওনি তারাও আবার আবেদন করতে পারবে। এবার আবেদন নিচের নিয়ম অনুযায়ী করতে হবে:
২) যারা প্রথম
পর্যায়ে রেজিস্ট্রেশন করনি, তাদের প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর আবেদন করতে হবে।
৩) যে সকল
ছাত্র ছাত্রী সংরক্ষিত (SC, ST, OBC-A
ও
OBC-B) আসনের
জন্য আবেদন করেছিলে তাদেরও অনলাইনে
আবেদন করতে হবে।
৪) একজন
একসাথে তিনটি অনার্স ও
জেনারেল বা পাস কোর্সের জন্য আবেদন করতে পারবে।
৫) অনার্স ও
জেনারেলের জন্য আলাদা আলাদা
আবেদন করতে হবে।
৬) আবেদন ও
মার্কস সংশোধন (যদি কিছু থাকে) একই সাথে
করা যাবে।
৭) Draft/Provisional List অনুযায়ী
আবেদনকারীকে Online Counselling এ অংশগ্রহণ করতে হবে
নির্দিষ্ট সময়ের মধ্যে। এর জন্য আবেদনকারীকে লগ ইন করে Others এর মধ্যে থাকা Counselling বাটনে ক্লিক করে
তার আবেদনের বিষয়গুলিতে অবশ্যই Accept বা Not Interest জানাতে হবে। পাস
কোর্স ও অনার্স কোর্সের জন্য আলাদা আলাদা Online Counselling এ অংশগ্রহণ করতে হবে। এই প্রসেসে অংশগ্রহণ করতে ব্যর্থ হলেই
প্রার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।
আবেদনের পর
অনার্স ও জেনারেল কোর্সের
জন্য ভর্তি হবে মেধা তালিকা অনুযায়ী এবং শূন্য আসনের উপর ভিত্তি
করে।
আবেদন ও ভর্তি প্রক্রিয়ার তারিখগুলি নিম্নরূপ:
#Number of seats for Pass Courses (General Courses) are Limited. For More Details, Please Go Through The Admission Prospectus.
*All The Above Mentioned
Dates Are Provisional And Subject To Change, If Necessary
**Further Slots(Dates)
Of Online Counseling Will Be Given In The Malda College Website.
Candidates Must attend
Online Counseling Process for Honours and Pass Course, separately.
*** Enquiry Over Mobile/Telephone Will Not Be Entertained at any stage of the online Admission process.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment